বাবুগঞ্জ প্রতিনিধি ::
বরিশালের বাবুগঞ্জে ৫ মামলায় ওয়ারেন্টভুক্ত হযরত আলী বাবু ওরফে স্টোরের বাবু (২৪) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতার হওয়া ওই আসামী বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মোঃ আব্বাস উদ্দিন ফরাজির ছেলে।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, বিগত দিনের রাজনৈতি কর্মসূচির নামে বিএনপি জামায়াতের দেশব্যাপী নৈরাজ্যসৃষ্টির লক্ষে হরতাল কর্মসূচির নামে গাড়ি ভাংচুর, জালাও পোড়াও,ককটেল নিক্ষেপ’র অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত রাজনৈতিক ৫ টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর সোমবার বাবুগঞ্জ থানার এএসআই জয় ব্যনার্জি ও এএসআই কামাল হোসেন’র নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে নারায়নগঞ্জ জেলার সোনার গাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত হযরত আলী বাবু ওরফে স্টোরের বাবু ঢাকা মতিঝিল থানা যুবদলের যুগ্ন আহবায়ক এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।