স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:
“বনিকের হাত থেকে বাঁচাও আমার শিক্ষাখাত, আধারে বৃত্ত ভেঙ্গে ছিনিয়ে আনো রাঙ্গা প্রভাত” এই শ্লোগান নিয়ে বরিশালে ছাত্র সমাবেশে থেকে আহবান জানিয়ে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্বশাষন নিশ্চিত কর। বিভাগীয় প্রর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন কর। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২১০ দিন ক্লাস নিশ্চিত কর। পাবলিক পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার অজুহাতে ক্লাস বন্ধ করা যাবে না। শিক্ষার বাণিজ্যিকীকরণ,সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা সহ ১৩ দফা দাবী আদায়ের দাবীতে মহান শিক্ষা দিবস কর্মসূচির ধারাবাহিকতা উপলক্ষে বরিশাল বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার আয়োজনে নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি স্বম্পা দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অনিক রায়
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাবেক সভাপতি রুহিন মাহমুদ, সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাবেক সভাপতি মানবেন্দ্র বেগ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরপূর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ও স্থানীয় নেতা কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করাসহ জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
পরে নগরীতে এক বর্ণ্যাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।