27 C
Dhaka
জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে বেড়েছে নারী নির্যাতন, সিধেল চুরি, অস্ত্র আইন, মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ

বরিশালে বেড়েই চলছে নারী নির্যাতন, সিঁদেল চুরি, অস্ত্র আইন, মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ। জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ প্রকাশ পায় এমন তথ্য। এই সকল অপরাধ প্রতি মাসে দিন দিন বেড়েই চলেছে। আর অপরাধ বৃদ্ধির ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

বরিশাল আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্য অনুসারে, বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে ডাকাতি হয়েছে ১টি, দস্যুতা ৩টি, খুন ৫টি, সিঁদেল চুরি ১০টি, চুরি ৮টি, নারী নির্যাতন ৩৫টি, অস্ত্র আইন ৩টি, মাদকদ্রব্য ১৯১টি, পুলিশ আক্রান্ত ১টি, শিশু নির্যাতন ৪টি এবং অন্যান্য ৯১টি। বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে আগস্ট মাসে ডাকাতি হয়েছে ১টি, দস্যুতা ২টি, খুন ৫টি, সিঁদেল চুরি ১২টি, চুরি ১০টি, নারী নির্যাতন ৪৭টি, অস্ত্র আইন ৪টি, মাদকদ্রব্য ২০১টি, চোরাচালান ১টি, দ্রুত বিচার ১টি, পুলিশ আক্রান্ত ১টি, শিশু নির্যাতন ২টি এবং অন্যান্য ১২২টি।

বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় চলতি বছরের জুলাই মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ৩৪৮টি যা আগস্ট মাসে এসে দাঁড়িয়েছে ৪০৮টিতে। এক মাসের ব্যবধানে অপরাধ বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। ২০১৮ সালের আগস্ট মাসে যেখানে মোট অপরাধের সংখ্যা ছিল ৩২৬টি।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম বলেন, মাদক মামলা বাড়লে সেটা ভালো। কিন্তু চুরি, ডাকাতি, নারী নির্যাতন মামলা বাড়লে সেটা আইনশৃংখলার অবনতির সামিল। আগস্ট মাসে বেশি বেড়েছে নারী নির্যাতন মামলা। বিভিন্ন স্থানে যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার কারণে এই মামলার সংখ্যা বেড়ে গেছে। নারী নির্যাতনের মামলাগুলো জোরালোভাবে দেখছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, উদ্ধার অভিযানে মামলা হলে সেটি পজেটিভ সাইন। বিশেষ করে এ বছর আমরা মাদক ও মাদক ব্যবসায়ীদের ধরতে কঠোর অবস্থানে রয়েছি। যার কারণে গত কয়েক মাস ধরে উদ্ধার মামলার সংখ্যা বেড়েছে। তবে যদি খুন, দস্যুতা ও ডাকাতি বেড়ে যেত সেখানে আইনশৃংখলার অবনতি ধরা যেত। কিন্তু আমরা পজেটিভ সাইনে রয়েছি।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official