বুধবার , ২৪ জানুয়ারি ২০১৮ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

হেসে উঠলেন দু’মাস পর কবর থেকে তোলা মৃত সন্ন্যাসী

প্রতিবেদক
banglarmukh official
জানুয়ারি ২৪, ২০১৮ ৪:৪৩ অপরাহ্ণ

২০১৭ সালের ১৬ নভেম্বর তার মৃত্যু হয়। সে সময় পূর্ণ মর্যাদায় তাকে সমাহিতও করা হয়। কিন্ত ঠিক দু‌’মাস পর কবর থেকে তোলা হয় তার দেহ। আর তখনই হেসে উঠেন থাইল্যান্ডের ব্যাংকক শহরের বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফোর পুয়ান।

জন্মসূত্রে কম্বোডিয়ান এই সন্ন্যাসী তার জীবনের সিংহভাগ অতিবাহিত করেন মধ্য থাইল্যান্ডের লোপবুরি মঠে। আধ্যাত্মিক গুরু হিসেবে তার বিপুল খ্যাতিও ছিল। ৯২ বছর বয়সে তার মৃত্যু ঘটলে তাকে পূর্ণ মর্যাদায় মঠেই সমাহিত করা হয়।

এর দু’মাস পরে ধর্মীয় রীতি মেনেই তার দেহ কবর থেকে তোলা হয়। তার ভক্তরা দেখেন, এই দু’মাস তার দেহ প্রায় অবিকৃত রয়েছে। এবং তার মুখে এক আশ্চর্য হাসি লেগে রয়েছে, যা তার প্রয়াণের সময়ে ছিল না।

তার দেহকে যখন ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার মুখে এই সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য মিরর’-এর এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে।

এদিকে, থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ানের দেহকে দেখে মনে হচ্ছিল বড়জোর ৩৬ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

বৌদ্ধ তত্ত্বকে সামনে রেখে ভক্তরা বলছেন, পিয়ান প্রকৃতই নির্বাণ লাভ করেছেন। এই হাসিই তার প্রমাণ। প্রয়াণ থেকে ১০০ দিন পরে আবার তাকে সমাহিত করা হবে। ততদিন চলবে ভক্তদের নিরবচ্ছিন্ন প্রার্থনা।

সর্বশেষ - অপরাধ