নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে দুই জঙ্গি গ্রেপ্তার হয়েছেন। তাদের রাজধানীর ধানমন্ডি ও খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তাররা হচ্ছেন- ফরিদপুরের নগরকান্দা থানাধীন জুঙ্গুরদী গ্রামের মৃত ফিরোজ শরীরের ছেলে মো. আব্দুল্লাহ (৩২) এবং বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে জাকির হোসাইন (৩১)।
সোমবার দুপুরে বরিশাল শহরের র্যাব সদর দপ্তর থেকে প্রেরিত এক ইমেল বার্তায় এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল র্যাব অফিস সূত্র জানায়- গ্রেপ্তারদের মধ্যে আব্দুল্লাহ ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে। সে ১৯৯৭-২০০২ পর্যন্ত ফরিদপুরের নগরকান্দার স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। ২০০৫ সালে রাজধানীর রামপুরার দাওরা হাদিস এবং ২০০৬ সালে ঢাকা হতে মাস্টার্স পাশ করে। ২০০৭ সালে মাদারীপুরের শিবপুর ও ২০০৮ সাল থেকে ঢাকার ধানমন্ডিতে ইমামতীর মাধ্যমে কর্ম জীবন শুরু করে।
কিন্তু সে ২০১৫ সালের শুরুতে শীর্ষ জেএমবি তরিকুল ইসলাম ওরফে সাকিবের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করেন।
অনুরুপভাবে গ্রেপ্তার জাকির হোসাইনও বরিশালের হিজলা উপজেলার একটি মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাশ করে। পরবর্তীতে ২০১৩ সালে সে রাজধানী ঢাকার একটি মাদ্রসা থেকে অনার্স এবং ২০১৫ সালে মাস্টার্স পাশ করে।
এর পরে তার কর্ম জীবন শুরুতে সেও শীর্ষ জেএমবি তরিকুল ইসলাম সাকিবের জেএমবি কর্মকান্ডে অনুপ্রাণিত হয়। এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ডে জড়িত।
র্যাবের দাবি- গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে দুইজনই জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় র্যাব।