30 C
Dhaka
জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ রাজণীতি

কলাপাড়ায় আ’লীগের ১২ লক্ষ টাকা আত্মসাত করলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

পটুয়াখালীর কলাপাড়ায় এবার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও দলের বর্তমান সভাপতি মো: মাহবুবুর রহমান’র বিরুদ্ধে উপজেলা আ,লীগের ১১ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উক্ত টাকা ফেরত দিতে তাকে আগামী এক মাসের মধ্যে দলীয় ব্যাংক হিসাবে জমা দিতে লিখিত ভাবে অনুরোধ জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনানুগ পদক্ষেপ গ্রহনের কথা বলেছেন উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন।

উপজেলা আ’লীগ সূত্রে জানা যায়, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ,লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রী থেকে ১১ লক্ষ ৭০ হাজার টাকা পাওয়া যায়। সংগঠনের নিয়ম অনুযায়ী দপ্তর থেকে উক্ত টাকা আ,লীগের ব্যাংক হিসাবে জমা করার বিধান থাকলেও উপজেলা আ,লীগের সভাপতি উক্ত টাকা হস্তগত করেন। এরপর তাকে বিভিন্ন সময়ে একাধিক বার বলার পরও তিনি উক্ত টাকা আ,লীগের ব্যাংক হিসাবে জমা করেননি। এরপর গত ১৪ জানুয়ারী উপজেলা আ,লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল ও দলীয় কার্যক্রমকে সফল করার লক্ষ্যে তাকে লিখিত ভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত সহ বিষয়টি দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, সংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে অবগত করা হয়।

উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন জানান, তাকে লিখিত ভাবে ৩০ দিনের সময় দিয়ে অনুরোধ করা হয়েছে। এরপরও তিনি উক্ত টাকা আ,লীগের ব্যাংক হিসাবে জমা না দিলে আমরা দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেব।

উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, পৌরসভার মনোনয়ন ফরম বিক্রী থেকে ১১ লক্ষ এবং ইউনিয়ন পরিষদ ফরম বিক্রী থেকে ৭০ হাজার টাকা পাওয়া যায়। দলের অনেক মনোনয়ন প্রত্যাশীকে দলের টিকেট দেওয়া হয়নি। তাই তাদের টাকা ফেরত দেয়া হবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত হওয়ার আগেই সভাপতি উক্ত টাকা দপ্তর থেকে হস্তগত করেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আ’লীগ সভাপতি মো: মাহবুবুর রহমান’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সঠিক না।

প্রসংগত, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় দুদক স্বস্ত্রীক তাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এছাড়া তার এক ডজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বিরুদ্ধে রয়েছে আ’লীগের নাম ভাঙ্গিয়ে আখের গোছানোর অভিযোগ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official