এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

গঙ্গায় প্রতিমা বিসর্জন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক :

গঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। পরিবেশ সুরক্ষিত রাখতে দশেরা, দীপাবলি, ছট ও সরস্বতী পূজায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই পশ্চিমবঙ্গসহ ১১টি রাজ্যকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার জারিকতৃ এই নির্দেশনায় বলা হয়েছে, গঙ্গা কিংবা তার কোনো শাখা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া যাবে না। নির্দেশ অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

গতকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন দুর্গাপূজার আয়োজকরা। তবে সরকারি নির্দেশনার কোথায় দুর্গাপূজার কথা উল্লেখ নেই। তবে দশেরার কথা উল্লেখ থাকায় সংশয় দেখা দিয়েছে তাদের মধ্যে।

পনেরো দফা দাবি সংবলিত নির্দেশনাটি পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, রাজস্থানের রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, তিনি এমন কোনো চিঠি পাননি।

গঙ্গায় প্রতিমা বিসর্জন ঠেকানোর পদেক্ষেপ হিসেবে এই নির্দেশনা যাতে কঠোরভাবে বাস্তবায়িত করতে সরকার নজর রাখছে। বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা নিয়ে পূজা শেষের পর সাত দিনেরে মধ্যে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। নজরদারির জন্য জেলা প্রশাসকদেরও নির্দেশ দেয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিএসআই) কর্মকর্তা কৈলাস চন্দ্র জানান, দূষিত পানির পাশাপাশি গঙ্গা দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। তাই গঙ্গার প্রাণী ও উদ্ভিদ জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। যার কারণে ডলফিন, শুশুক, কচ্ছপসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্নপ্রায়।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official