নিজস্ব প্রতিবেদক:
মিথ্যা মামলা দায়ের করায় বাদী লাকী বেগমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মো. আবু শামীম আজাদ ওই রায় দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের বলাইকাঠি গ্রামের রফিক সিকদারের মেয়ে লাকি বেগম বাদী হয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিচারক বাকেরগঞ্জ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা লাকী বেগম যে অভিযোগ করে আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন তা প্রমাণিত হয়নি।
তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক আমিনুল ইসলামসহ অন্য আসামিদের খালাস প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেয়ার পর বিচারক ২০১৩ সনের ২৭ মার্চ আসামিদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরপর আমিনুল ইসলাম বাদী হয়ে লাকী বেগমের বিরুদ্ধে একই আদালতে মামলা করেন।
মামলা দায়েরের পর মামলা চলাকালীন আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মিথ্যা মামলা দায়ের করায় মামলার আগের বাদী লাকী বেগমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন বিচারক।
