স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:
নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পাঁচটি জেলায় ২৪ ঘন্টায় ৭২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ নৌ-পুলিশ বরিশাল সার্কেল অফিস সূত্র জানিয়েছে, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার সকল থানা এবং ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১৬ অক্টোবর সকাল ৮ টা থেকে আজ ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত মা ইলিশ শিকার বন্ধে অভিযান চালায় নৌ-পুলিশ। এতে ৭২ জন জেলে আটক করা হয়। যাদের এক বছরসক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া, ১৭টি ট্রলার জব্দ করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৬৯ হাজার ২০০ মিটার জাল এবং ৭৭৭ কেজি মাছ।
নৌ পুলিশ পরিদর্শক আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ সুপার কফিল উদ্দিন স্যারের নেতৃত্বে সব জায়গায় নৌ-পুলিশ ব্যপক অভিযান চালাচ্ছে। মা ইলিশ নিধনে যারা নদী-খালে জাল ফেলছেন তাদেরই আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।
