কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জেমস বন্ডের ‘জিরো জিরো’ছবির নায়িকা মালয়েশিয়ান বংশোদ্ভূত মিশেল ইয়ো।
শনিবার বিকেল সাড়ে ৪টায় বালুখালীর দুই ক্যাম্পে স্থাপিত স্বাস্থ্যসেবা ও ত্রাণ কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
প্রসঙ্গত, রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফফানদি বিন রাজা মোহাম্মদ নুরসহ ৪৯ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য হয়ে মিশেল ইয়োও রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
হলিউড অভিনেত্রী মিশেল ইয়ো জেমস বন্ড সিরিজের পিয়ার্স ব্রসনানের সঙ্গে (টুমরো নেভার ডাইস- ১৯৯৭) অভিনয়ের মাধ্যমে আলোচিত হন। এছাড়া হলিউডের আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ান। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।