গভীর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বরিশালে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তা গণের মোবাইল নাম্বার সমূহ:
১মেহেন্দীগঞ্জ উপজেলা- জনাব শহীদুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার)- ০১৭১৬৭৫২৩৯২
২. গৌরনদী উপজেলা- জনাব ইসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭১৫৮৮২১৬৫
৩. আগৈলঝাড়া উপজেলা- জনাব বিপুল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৪৯
৪. বাবুগঞ্জ উপজেলা- জনাব সুজিত হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৪১
৫. বাকেরগঞ্জ উপজেলা- জনাব মাধবী রায়, উপজেলা নির্বাহী অফিসার- ০১৩১৫৪৫৮২৮৩
৬. বানারীপাড়া উপজেলা- জনাব শেখ আবদুল্লাহ সাদীদ,উপজেলা নির্বাহী অফিসার- ০১৭৯৫৪৫৪৩৫৩
৭. বরিশাল সদর উপজেলা- মো: মোশারেফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৩১
৮. হিজলা উপজেলা- মো: আমীনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৩৭
৯. মুলাদি উপজেলা- জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭৯৯০০৮০৩
১০. উজিরপুর উপজেলা- মাসুমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৯৯৯০৩৪
১১. বরিশাল জেলা- জনাব মো: আবদুল লতিফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা- ০১৭৪১১৯৬৯৩৯.
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনার উপকূল দিয়ে আজ শনিবার সন্ধ্যায় এটি অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলবর্তী কয়েকটি জেলায় ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ৬ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
১০ নম্বর মহাবিপদ সংকেত’র জেলাগুলো হলো, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। এসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।