শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০১৮ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বিএনপি নেতা আমান-আলম গ্রেফতার

প্রতিবেদক
banglarmukh official
ফেব্রুয়ারি ২, ২০১৮ ১১:১৯ অপরাহ্ণ

গ্রেফতার হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আজ রাত সাড়ে ৯টার দিকে নাজিম উদ্দিনের মহাখালীর ডিওএইচসের বাসা থেকে র‌্যাব-১ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারি ইসরাফিল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা দুই নেতাকে র‌্যাব-১ কার্যালয়ের দিকে নিয়ে গেছে।

এর আগে বিকালে ঢাকা ফেরার পথে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে। নয়া পল্টনের কার্যালয় থেকে নির্বাহী কমিটির সভার পরিচয়পত্র সংগ্রহ করে কার্যালয়ে নিচ থেকে গ্রেফতার করা হয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে।

এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বিচারে একের পর এক নেতা-কর্মীদের পুলিশ গ্রেফতার করছে। এ ছাড়া নেতাদের বাসায় পুলিশ তল্লাশির নামে তান্ডব অব্যাহত রেখেছে।’

সর্বশেষ - প্রচ্ছদ