তানজিম হোসাইন রাকিব:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল মহানগর এর ক্লিন ইমেজের নেতা মাইনুল ইসলামের নেতৃত্বে এক বিশাল র্যালী বের হয়। সকাল ১০ টায় র্যালীটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে চকের পোল প্রদক্ষিন করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

নগরীর চকবাজার থেকে ক্যামেরায় তানজিম হোসাইন রাকিব
বরিশালে সূর্যোদয়ের সাথে সাথে একুশ বার তোপধ্বনির পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস নানা ধরণের কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রশাসনের পর জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা দক্ষিণ ও উত্তর সহ, ওয়ার্কার্স পার্টিসহ অনান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা রাজাকারদের বিচারের প্রত্যয়ে শ্লোগান তোলেন। এর সাথে তৃণমূল পর্যায়ের রাজাকারদের তালিকা প্রকাশের দাবী করেন।

এর পরে সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সেখানে পুলিশ,আনসার,কারারক্ষি, সহ নগরীর অর্ধাশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক শারিরিক কসরত প্রদর্শণ করে। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচি মহান বিজয় দিবসে পালিত হচ্ছে।

সকাল ১১ টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর দলীয় কার্যালয় থেকে বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ্’র নেতৃত্বে বিভিন্ন ডিসপ্লে সহ বেড় করা এক বিজয় র্যালি।

এছাড়া সকাল ৯টায় বরিশাল রিপোটার্স ইউনিটির আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলচিত্র প্রদর্শণী করা হয়। এরপূর্বে রিপোর্টার্স ইউনিটির আয়োজন অনুষ্ঠান ফিতা কেটে উদ্ধোধন করে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
