মাদারীপুরের কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো. করিম খান (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪ জন।
আজ সোমবার দুপুরে কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহসড়কের কর্ণপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার দক্ষিণ মাগুরা গ্রামের মৌজালী খানের ছেলে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল ওহাব মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। আহতদের চিকিৎসার ব্যবস্থ্য করি। খাদে পড়ে যাওয়া বাস উদ্ধারের চেষ্টা চলছে।