মে ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ প্রশাসন বরিশাল

জনবান্ধব কর্মকাণ্ড ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাই : পুলিশ কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, একটি উন্নত বাংলাদেশ, মানবিক বালাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমুন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ব্রত নিয়ে আমাদের কাজ করতে হবে। সত্যিকার অর্থে যে আমরা জনগণের পুলিশ, তা আমরা আমাদের আচরণ, জনবান্ধব, নারী বান্ধব, শিশু বান্ধব কর্মকাণ্ড ও কর্তব্য পালনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাই।

পুলিশ কমিশনার বলেন, ঐতিহাসিক ভাবেই মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধিন ভূ-খন্ড পেয়েছিলাম । ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো। এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হতে যাচ্ছে। তাই সর্বোচ্চ ন্যায়ের ভিত্তিতে দূর্ণীতিমূক্ত নিয়োগ প্রাপ্ত যে সকল পুলিশ সদস্যগণ মৌলিক প্রশিক্ষণ শেষে এই মাসে যোগদান করেছো তাঁরা সত্যি ভাগ্যবান, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল।

রোববার (৮ মার্চ) পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মাষ্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি একথা বলেন ।

মোঃ শাহাবুদ্দিন খান বলেন, এই মাসে এই মুজিব বর্ষ উপলক্ষে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি, আমরা মুক্তিযদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুন্দর আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষে “মুজিব বর্ষে”র অঙ্গিকার ,পুলিশ হবে জনতার “ এই স্লোগানকে সার্থক করতে আমরা আরও সততা নিষ্ঠার সাথে কাজ করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই । আমরা চেইন অব কমান্ড তথা শৃঙ্খলার শক্তি কাজে লাগিয়ে অপরাধের বিরুদ্ধে “জিড়ো টলারেন্স “ দেখিয়ে সত্যিকারের শৃঙ্খল ,সত্যিকারের দেশপ্রেমিক , সমাজের প্রতি -দেশের প্রতি অনুগত বাহিনী হিসেবে আমরা আমাদের সেবার মান আরও বাড়াতে পারি। জনগণ যেখান থেকে সরাসরি সেবা নিয়ে থাকেন (থানা-ফাঁড়ি), সেসব যায়গায় জনদরদী মন নিয়ে, তাঁদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে পাশে দাঁড়াতে হবে। এভাবে নিরাপত্তার সেবা পৌঁছে দিয়ে আমরা একটি নিরাপদ বরিশাল গড়তে পারি।

অনুষ্ঠিত মাষ্টার প্যারেড এ প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, প্যারেড উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ফোর্স ) মোঃ মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দপ্তর) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ( এসি কোতোয়ালি) মোঃ রাসেল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কমিউনিটি পুলিশ এন্ড বন্দর থানা) মোঃ নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official