নাগরিক সমস্যা সমাধানে নগরবাসীর সাথে উন্মুক্ত আলোচনা করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ রোববার বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ নাগরিকবৃন্দের সাথে সরাসরি সাক্ষাত করেন মেয়র সাদিক। নাগরিকবৃন্দ উন্মুক্ত আলোচনার মাধ্যমে মেয়রের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসব সমস্যার কথা মনোযোগসহকারে শুনে তা সমাধান করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।