স্টাফ রিপোর্টার//হাসিবুল ইসলাম:
বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সেলিম(৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সেলিম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা আতাহার আলীর ছেলে। তবে সে বরিশাল নগরের রুপাতলী হাউজিং এ দোকান রেখে ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতো।
স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার (১২ মার্চ) দুপুরে হাউজিং এলাকার ভেতরেই একটি বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলো সেলিম। বৈদ্যুতিক খুটিতে উঠে কাজ করার সময় সে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। কোতোয়ালি মডেল থানার এসআই আশুতোষ দাস জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।