26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন রাজণীতি

সরকারি চাল জব্দ, আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭২০ কেজি চাল জব্দ করেছে র‌্যাব-১৪–এর একটি দল। সোমবার রাতে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকার একটি ঘর থেকে ওই চাল জব্দ করা হয়।

 

ওই দিন রাতেই র‌্যাব বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা করে। মঙ্গলবার বেলা একটার দিকে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে। তিনি হলেন উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্নাফ আলী।

 

 

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪–এর একটি দল সোমবার রাতে বাট্টাজোড় নতুন বাজারে অভিযান চালায়। এ সময় স্থানীয় আনিছুর রহমানের একটি টিনশেড ঘরে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল জব্দ করা হয়। পরে ওই ঘরের মালিক আনিছুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কালোবাজারে চাল বিক্রির জন্য বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম ও বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্নাফ আলী ওই চাল মজুত করেন। এরপর র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক মো. আফতাব হোসেন বাদী ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে বকশীগঞ্জ থানা–পুলিশ মঙ্গলবার বেলা একটার দিকে অভিযান চালিয়ে মুন্নাফ আলীকে গ্রেপ্তার করে।

 

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মুন্নাফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official