স্টাফ রিপোর্টার//জুবায়ের হোসাইন : শপিং মল অথবা এ-ধরনের দোকান গুলোতে মানুষের উপচে পরা ভীড় দেখলে মনে হয়, এ দেশের মানুষ কতোটা ধনী। যে এ দেশের মধ্যবিত্ত-দের যে গরিব বলবে তাদের মাথায় সমস্যা আছে। লকডাউনের সময় এ থেকে স্পষ্ট হয় যে অধিকাংশ মানুষই খুদায় নয় বরং সরকারি নির্দেশ অমান্য করেই মূর্খতার পরিচয় দিয়েছিলো। বাজার মার্কেটে খোঁজ নিয়ে দেখেন মহিলা আর মহিলা,,। আজ এসব পুরুষ ও মহিলারা মার্কেটে কি করে ?? করোনা পরিস্থিতিতে ওরাতো নিজের সমস্যা করবে, তার সাথে সাথে পরিবারের ও অন্যেকেও সমস্যায় ফেলবে। কিছু মহিলাদের মার্কেটে না গেলে ধম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়,, যেমনটা হয় নেশাখোর দের বেলায়। বাসায় পর্যাপ্ত পোশাক থাকা সত্তেও কেনো এই সময়ে দোকানে এতো মহিলা পুরুষ ! যখন কোনো বিপদে পতিত হবে তখন তারা ঠিকই ফেইসবুক লাইবে এসে নিজের সাফাই গেয়ে’ অন্যের উপর দোষারোপ করবে। আর আমাদের মতো মূর্খরা তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে ঠিক ঠিক বলে নিজের কাপুরুষের পরিচয় থেকে রেহাই নিবো ।।
