Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে আজ করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৩০ টি পরিবার পাচ্ছে সরকারি নগদ ২৫০০ টাকা

করোনা ভাইরাসের কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে মোট এক হাজার ২৫৭ কোটি টাকা পাচ্ছে। আজ ১৪ মে বৃহস্পতিবার ৬৪ জেলার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ টাকা দেয়ার কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এসব টাকা সুবিধাভোগীদের মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ এবং শিওরক্যাশ। অর্থাৎ নগদ সহায়তা হলেও কাউকে নগদে টাকা দেয়া হবে না মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে আজ ১৪ তারিখ প্রধামন্ত্রী উদ্বোধনের পর ১০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। এর পরবর্তী চার দিন ৪০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। বিতরণ শুরু হওয়ার পর থেকে চলবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত। উদ্বোধনী দিনে বরিশাল জেলার ১৩০ টি পরিবার পাচ্ছে এই অর্থ সহায়তা। পর্যায় ক্রমে বরিশাল সিটি কর্পোরেশন ৪০ হাজার পরিবার, সদর উপজেলায় ৯৯৬০ জন, বাকেরগঞ্জ উপজেলা এবং পৌরসভাসহ ১৪১৫০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬৭৪০ জন, গৌরনদী উপজেলা এবং পৌরসভাসহ ৮৫১০ জন, উজিরপুর উপজেলা এবং পৌরসভাসহ ১০৬০০ জন, বানারীপাড়া উপজেলা এবং পৌরসভাসহ ৬৬৮০ জন, মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌরসভাসহ ১২৫৭০ জন, মুলাদী উপজেলা এবং পৌরসভাসহ ৭৮৮০ জন, বাবুগঞ্জ উপজেলায় ৬৩৩০ জন, হিজলা উপজেলায় ৬৫৮০ জন মোট ১ লক্ষ ৩০ হাজার পরিবার পর্যায়ক্রমে যাচাই-বাছাই পক্রিয়ার মাধ্যমে পাবার সম্ভাবনা রয়েছে। এসময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উ‌দ্বোধন কালে ব‌রিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব‌রিশাল ৪ আস‌নের সংসদ সদস্য পংকজ নাথ এমপি, ব‌রিশাল ৬ আস‌নের সংসদ সদস্য নাস‌রিন জাহান রত্না এমপি, সংর‌ক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী, উপ-মহাপুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, কমান্ডিং অফিসার ৬২ ইস্ট বেঙ্গল শেখ হাসিনা সেনানিবাস লে. কর্নেল ফয়সল আবেদী হাসান, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি জনাব এ্যাড এ.কে.এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক এম পি জনাব এ্যাড. তালুকদার মোঃ ইউনুস ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম ছবি সহ সুশীল সমা‌জের প্রতিনিধি, সাংবাদিক, গনমান্যব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official