এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা খুলনা জেলার সংবাদ

ঝিনাইদহে শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে গিয়ে মারা গেলেন জামাই

খুলনা প্রতিনিধি// জান্নাতুল ফেরদৌস: ঝিনাইদহের কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে শুকুর আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। এছাড়াও তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে এসে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর স্টেশনপাড়ার শ্বশুরবাড়িতে ওঠেন তিনি। এরপর বৃহস্পতিবার (১৪ মে) ভোরে মারা যান। মৃত শুকুর আলী একই উপজেলার ঘোপপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকার সিটি গ্রুপের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। শুকুর আলীর ছোট ভাই খাইরুল ইসলাম জানান, তারা দুই ভাই একসঙ্গে ঢাকায় সিটি গ্রুপে কাজ করতেন। তার ভাই দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হঠাৎ গত শুক্রবার তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর রোববার ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে বুধবার রাত ২টায় অ্যাম্বুলেন্সে কালীগঞ্জ নিয়ে আসেন। এরপর ভোর ৫টার দিকে মারা যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা জামে মসজিদের খতিব মওলানা রুহুল আমিন সৌরভের নেতৃত্বে ইমামদের আট সদস্যের একটি দল। তারা গোসলসহ দাফন কাফনের যাবতীয় কাজ করেন। তবে তাদের অভিযোগ এ কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা থাকলেও তা পাননি। যে কারণে মৃত ব্যক্তির দাফন কাফনে বেশ বেগ পেতে হয়েছে। মৃত শুকুর আলীর শ্যালক কাশিপুর গ্রামের আব্দুর রহমান জানান, শুকুর আলী আগে থেকেই ডায়াবেটিসে ভুগছিলেন। বুধবার রাতে তিনি ঢাকা থেকে তাদের বাসায় আসেন। সঙ্গে তার ছোট ভাই খাইরুল ইসলামও ছিলেন। সকালে তাকে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মারা গেছেন। সকালে হাসপাতাল থেকে কয়েকজন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন বলে জানান। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার সুলতান আহমেদ জানান, সংবাদ পাওয়ার পর করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official