ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবিলায় বিএমপি’র সহায়তা নিন, প্রয়োজনে বিএমপি’র চার থানাধীন সাইক্লোন সেন্টারে আশ্রয় নিন, উদ্ধার তৎপরতাসহ যে কোন জরুরি প্রয়োজনে অফিসার ইনচার্জগণের নম্বর অথবা বিএমপি হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করুন বলেছেন বিএমপি কমিশনার।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় “আম্ফান” মোকাবেলায় জনগণের পাশে থাকবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বুধবার সকালে বিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য দেয়া হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় গুরুত্বপূর্ণ নম্বরসমূহ প্রদান করা হয়েছে।
অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি
📲01713-374267
অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি
📲01713374597
অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি
📲01713374609
অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি
📲01713374603
☎ বিএমপি হটলাইন- 01769690126