Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

বিসিবি পরিচালক নাদেল করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৗধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছে নাদেল সংবাদমাধ্যমকে জানান, গত বুধবার তিনি নমুনা দিয়েছিলেন। পরীক্ষার পর বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হলে জানানো হয়।

জানা গেছে, বর্তমানে শফিউল আলম নাদেল সিলেটে তার নিজ বাসায় আছেন। গতকাল থেকেই তিনি আইসোলেশনে আছেন। করোনার গুরুতর কোনো উপসর্গ তার মধ্যে এখন নেই।

দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ত্রাণ ও সাহায্য দিতে গিয়েছেন নাদেল। এর মধ্যেই কোথাও থেকে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, চার দিন আগে একটু জ্বর হওয়ার পর ডাক্তারদের সঙ্গে কথা বলি। তাদের পরামর্শে করোনা উপসর্গ দেখা দিলে যে ঔষধ খেতে হয়, তা চালু করে দেই।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official