পটুয়াখালীতে করোনার উপসর্গ (জ্বর, শ্বাসকষ্ট) নিয়ে বাবু লাল দাস (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়। শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা শুরেন্দ্র নাথ দাসের ছেলে তিনি।
শহরের থানা পাড়ার গোডাউনের পেছন এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, করোনার উপসর্গ নিয়ে বাবু মারা গেছেন। খবর শোনার পর এলাকার মানুষের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল ৯টায় এক রোগী জ্বর, শ্বাসকষ্টে মারা গেছেন। মারা যাওয়ার পর তার ইসিজি করা হয়েছে। তার করোনার নমুনাও সংগ্রহ করা হয়েছে।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, মৃত ব্যক্তির কোভিড-১৯ প্রটোকল মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে।