তানজিম হোসাইন রাকিব: বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা পুলিশ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানান বরিশাল সিটি করর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
পুলিশ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ তার ফেসবুক পেইজে একটি স্টাটাস দেন। স্টাটাসটি হুবহু তুলে ধরা হল:-
বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা পুলিশ, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজের জীবনকে বাজি রেখে দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বহু পুলিশ সদস্য, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন অনেকে।
করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সোহেল মাহমুদসহ সারাদেশে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করছি।
মৃত্যুকে পরোয়া না করে দায়িত্ব পালন করে যাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, ওসি (তদন্ত) আঃ রহিম মুকুল, ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ও ইন্সপেক্টর এমাদুল করিম সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আক্রান্ত সদস্যবৃন্দ এবং দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত সকল পুলিশ সদস্য, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
সর্বোপরি, চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মহান আল্লাহ্ তায়ালা তাঁকে ও তার পরিবারের সকলকে সুস্থ রাখুন। সেই সাথে প্রার্থনা করছি খুব শীঘ্রই বিশ্ববাসী যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি লাভ করে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
