মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রয়াত মা শাহান আরা আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় একাধিক মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করেছে সদর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বাদ জুমা একযোগে অন্তত ১০টি বেশি মসজিদে এ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগ এক বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি সন্ধ্যার পর বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।
ছাত্রলীগ নেতা জানান, তাদের নেতা সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র মা বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে উপজেলা ছাত্রলীগ মর্মাহত-ব্যথিত। মঙ্গলবার অনানুষ্ঠানিকভাবে একটি বৈঠক করে সর্বসম্মতিক্রমে নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা সদর উপজেলার ১০ ইউনিয়নের ১০টি জামে মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এ লক্ষে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ আয়োজন বাস্তবায়ন করতে কর্মীদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, জানান সুজন।’
