Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহসিলদার) মো. মিজানুর রহমান। এমন ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ব্যক্তির ফেসবুক ওয়াল ও পেইজে জায়গা করে নেওয়ার পাশাপাশি এরই মধ্যে ভিডিওটি সাংবাদিকদের হাতেও চলে এসেছে। ভিডিও ক্লিপসে দেখা যায়, মিজানুর রহমান অফিসের চেয়ারে বসে সিগারেট ফুঁকছেন। অন্য একটি চেয়ারে বসে একজন গল্প করছেন। আর সেবা নিতে আসা স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছেন। ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ পাবলিক প্লেসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সহকারী তহসিলদার প্রকাশ্যেই নিজের অফিসে দাপ্তরিক কাজে আসা লোকদের সামনে ধুমপান করেন। স্থানীয়দের অভিযোগ, অফিস কক্ষে ধুমপানের ব্যাপারে কোনো বাধ্যবাধকতার তোয়াক্কা করেন না তিনি। তার এই ধুমপানের কারণে অফিসের অন্যান্য কর্মচারীরা অতিষ্ঠ হলেও তাকে কোনো কথা বলার দুঃসাহস দেখায়না কেউ। আর দাপ্তরিক কাজে বাইরে থেকে আসা লোকরাও বাঁধা দিতে পারেন না তাকে। এ ব্যাপারে সহকারী তহসিলদার মো. মিজানুর রহমান বলেন, অনেকেই তো খায়। দেখা গেছে, আমরা ভাত খাওয়ার পর একটু খাইলাম। এতে সমস্যা কি? এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে সতর্ক করা হয়েছে। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official