29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ করোনা

করোনা রোগীকে যৌন হয়রানি অভিযোগে ওয়ার্ডবয় গ্রেপ্তার

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীকে (গৃহবধূ) যৌন হয়রানির অভিযোগ ওয়ার্ডবয় নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) নগরীর সোনাডাঙ্গায় হা‌ফিজনগর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নজরুল ইসলাম নগরীর সোনাডাঙ্গা খোড়ার বস্তি এলাকায় বসবাস করেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কোশালিয়া গ্রামের মনসুর আলীর ছেলে।

এর আগে রোগীকে যৌন হয়রানির দায়ে করোনা হাসপাতালের চাকরি থেকে অব্যহতি দেওয়া হয় তাকে। অভিযুক্ত নজরুল আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, ১৩ জুন রাতে খুলনার নূরনগর এলাকায় অবস্থিত করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়বেটিক হাসপাতাল) চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূকে যৌন হয়রানি করে ওয়ার্ডবয় নজরুল।

অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার (১৫ জুন) তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ‌্যাম সরকার বলেন, ‘নজরুলের বিরুদ্ধে ওই গৃহবধূর পক্ষ থেকে যৌন হয়রানীর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকের পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official