গতকাল ‘ বরিশালের সময়ের বার্তা ‘ অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রচার হলে বিষয়টি ফেইসবুকের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে প্রচার করা হয় , ‘ দল থেকে বহিস্কাকৃত এই বিতর্কিত নেতা জগলুল মোরশেদ প্রিন্স (৪২) দলের কোন পদে না থাকলেও ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যলয় বসছেন প্রতিনিয়ত। আর কার্যলয় বসে এলাকার বিভিন্ন শালিস মীমাংসার নামে চাঁদাবাজী,মাদক ব্যবসার কমিশন,নতুন বাড়ী মালিকদের কাছ থেকে কমিশন সহ ভিবিন্ন অনৈতিক কার্যকলাপে ব্যবহার করছেন।
সংবাদটি সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক। বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর ২৮ নং ওয়ার্ডের পার্টি অফিসে আজ পর্যন্ত এ ধরনের কোন আইনবহির্ভূত কর্মকাণ্ড ঘটেনি। ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সংশ্লিষ্টতা টেনে এই মিথ্যা গুজব সৃষ্টি, প্রচার এর তীব্র নিন্দা করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
মেজবাহুল বারী নওরোজ
সভাপতি , ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের।
তারিখ ——-
