Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল

বরিশাল বিভাগে আক্রান্ত ছাড়ালো আড়াই হাজার

বরিশাল বিভাগের ৬ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬০৯ জনে। এরমধ্য থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৩ জন। শনিবার পিরোজপুরে একজন কেরানা রোগী মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৪। এমনটাই জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস।

আজ রবিবার (২৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে তিন জেলায় ২৩ জন রোগী সুস্থ্য হয়েছেন। তা হলো বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ১ জন এবং বরগুনায় ৯ জন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২০৯২৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৮ হাজার ৫৬১ জনকে, আর এরমধ্যে ১৫ হাজার ৪২০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ২ হাজার ৩৬৪ জন রয়েছেন এবং এ পর্যন্ত ১ হাজার ২০৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৪২২ জন, পটুয়াখালীতে ৩২৬, ভোলায় ২৬০, পিরোজপুরে ১৯৪, বরগুনায় ২১৪ ও ঝালকাঠিতে ১৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ৫৪ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২০ জন, পটুয়াখালীতে ১৬ জন, ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৫ জন, ভোলায় ৩ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।#

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official