স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ ও প্রভাব বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এটা কমানো গেল স্বাধীনভাবে কাজ করা সম্ভব বলেও মনে করেন তিনি। ২৭ জুলাই, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় জাহিদ মালেক বলেন, যেখানে আমরা অন্যায় দেখছি, সেখানে ছাড় দিচ্ছি না, এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এটা দেখা দেবে সেখানেই আইনের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল, আমরা সেখানে পদক্ষেপ নেয়ার জন্য বলেছি।
তিনি আরো বলেন, যেখানে যে অন্যায় দেখা যাবে, আমরা চেষ্টা করবো- এটা একবারে ফেরানো যায় না, পুরো সমাজের দায়িত্ব আছে। সমস্যা এক জায়গায় না, সমস্যা সব জায়গায় রয়েছে। সব জায়গায় শুদ্ধ হওয়া দরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরবরাহকারী এবং ক্রেতাকে ‘সৎ’ হওয়া উচিত। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তাদেরও আমি হস্তক্ষেপ কম করার জন্য বলবো।
তিনি আরো বলেন, ‘আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের প্রভাব অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো।’
