Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

এবার বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নগরীর ফকির বাড়ী রোডের মাতৃছায়া শিশুকাননের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজিত কুমার দেবনাথ। বিদ্যালয় প্রঙ্গন থেকে ডাঃ মনীষা চক্রবর্তীর করোনার অস্থায়ী ক্যাম্প সরিয়ে নিতে রবিবার (২৬ জুলাই) বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগটি করেন তিনি। প্রতিষ্ঠান পরিচালকের অভিযোগ সূত্রে জানা যায়,

 

বিদ্যালয়টির এক পাশে একটি রুম খালি থাকায় এক শিক্ষকের অনুরোধে ডাঃ মনীষা চক্রবর্তীকে রুমটি শিশুদের বিজ্ঞান শেখানোর জন্য ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ নামের সংগঠনটিকে মৌখিকভাবে ভাড়া দেন তিনি। পরবর্তীতে চলতি বছরের ১৮ মার্চ ডাঃ মনীষা চক্রবর্তী বিশ্ব কোভিড-১৯ উপলক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়টির ৪টি কক্ষ ও তার সামনের প্রাঙ্গন ব্যবহার করার অনুমতি চাইলে মানবিক দিক বিকেচনা করে মৌখিকভাবে সাময়িক ব্যবহারের অনুমিতিও দেন তিনি।

 

এসময় তিনি (ডাঃ মনীষা চত্রবর্তী) বিদ্যালয় প্রাঙ্গনে মানবতার বাজার নামে একটি বাজার খোলেন এবং ত্রাণ বিতরন কার্যক্রম করেন। ঈদুর ফিতরের পর ওই কার্যক্রম না চলায় বিদ্যালয় ত্যাগ করতে বললে মনীষা চক্রবর্তী তার কথায় কর্ণপাত করেন নি। হঠাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে এবং করোনা রোগীদের অস্থায়ী ক্যাম্প কার্যক্রম শুরু করেন মনীষা চক্রবর্তী। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমতি রয়েছে কিনা সেটা তার (প্রতিষ্ঠান পরিচালকের) জানা নেই। কিন্তু এ কার্যক্রম চালাতে সে বিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহারের কোন অনুমতি দেননি বলে অভিযোগে উল্লেখ করেন।

 

অভিযোগে আরও উল্লেখ করেন, করোনা রোগী বয়ে আনা এ্যাম্বুলেন্স, ব্যবহৃত পিপিই, মাস্ক, পোষাক পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ইত্যদি স্কুলের যেখানে সেখানে ফেলে রাখা এবং করোনায় ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র ধোয়াসহ স্কুলের শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করে। মনীষা চক্রবর্তীকে এইসব কর্মকা- থেকে বার বার বিরত থাকার জন্য অনুরোধ করা হলেও তিনি তার কথায় কোন কর্ণপাত করেননি। এসময় তিনি প্রতিষ্ঠানের মধ্যে এ ধরণের কাজ না করার জন্য অনুরোধ করেন এবং শ্রেণিকক্ষসহ বাচ্চাদের খেলার মাঠ ছেড়ে দিয়ে মৌখিক ভাড়াকৃত রুমে যাওয়ার অনুরোধ করেন।

 

কিন্তু সে কোন কথা না শুনে অবৈধ ভাবে নিজের ইচ্ছেমত ব্যবহার করে যাচ্ছে। উল্টো সে (মনীষা চক্রবর্তী) তার সাথে অসদাচরণ করেন এবং গণমাধ্যমের ভয় দেখান। সুজিত কুমার দেবনাথ অভিযোগে আরও উল্লেখ করেন- মনীষা চক্রবর্তী তাদের নিজস্ব ব্যবহৃত পরিবহণ (ব্যাটারী চালিত চার্জার) সরকারী বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে চার্জ দেয়। এ কারনে বিদ্যুৎ অফিস থেকে ৩ বার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো। এমন কাজে আমি নিজেও নিষেধ করি। কিন্তিু তা তিনি আমলে নেয়নি। বিদ্যালয় প্রাঙ্গনটি রাজনৈতিক বিভিন্ন মিছিল, মির্টিং এর কাজে ব্যবহার করে এবং সবসময় জমায়েত হয়ে থাকে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। জনসেবার নামে মনীষা চক্রবর্তীর এই কর্মকা-ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তিনি মনীষা চক্রবর্তীর এই কর্মকা- থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official