স্টাফ রিপোর্টার; মোঃ জুবায়ের হোসাইন // ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের গুয়টন গ্রামের মেম্বার মোঃ মনিরুজ্জামান মনিরকে গতকাল শুক্রবার সন্ধার দিকে রাজাপুরে আল-আমিন (২১) ও রেমিজ (২২) এদের নেতৃত্বে একটি কিশোর-গ্যাং পরিকল্পিত ভাবে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় রড দিয়ে শরিরের বিভিন্ন স্থানে অাঘাত করে, ও দেশীও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি অাঘাত করে,, এ সময় তিনি গুরুতর অাহত হয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়দের টের পেয়ে তারা পাঁচটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন আমরা সময়মতো না আসলে তারা তাকে মেরেই ফেলতো। পরে স্থানীয়দের সহায়তায় ঝালকাঠি সদর হসপিটালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায় গুয়াটন, শ্রীমন্তকাঠী ও আসপাশের এলাকা গুলোতে দীর্ঘদিন যাবত কিশোর গ্যাং তৈরি করে মাদক ব্যাবসা ও মেয়েদের ইভটিজিং সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো, মনির মেম্বার এর প্রতিবাদ করায় তার বিরুদ্ধে এ হত্যা চেষ্টা হামলা করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ভুক্তভোগীদের ন্যায় বিচার পাবার আশ্বাস দেয়। মামলার প্রস্তুতি চলছে।
