বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার দুই দিনের মাথায় অনিয়ম, দুর্নীতি, এবং পদ বাণিজ্যের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আমিনুল ইসলাম লিপন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি এবং পদ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রায়ত শফিউল বারী বাবু সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।
কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ইন্তেকালের পর তার স্মরণে আলোচনা সভার উদ্যোগ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিতর্কিত সভাপতি সাধারণ সম্পাদক। কিন্তু সেখানে অংশগ্রহণ করতে দেখা যায়নি জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদকসহ কমিটির বৃহৎ একটি অংশকে। এদিকে প্রধান অতিথি হিসেবে মজিবুর রহমান সরোয়ার কে উপস্থিত থাকতে দেখা গেলেও উক্ত সভায় দেখা যায়নি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ সিনিয়র কোনো নেতৃবৃন্দকে।
বাংলার মুখ ২৪.কম এর প্রতিবেদক এ ব্যাপারে মজিবুর রহমান সরোয়ারের মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিং এর কথা বলে ব্যাপারটি এড়িয়ে যান।
বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিতর্কিত বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এই সভায় মজিবুর রহমান সরোয়ার প্রধান অতিথি হওয়ার বিষয়টিকে ভালোভাবে দেখছেন না বরিশাল বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের নেতৃবৃন্দ।
