Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশাল মেট্রো অংশে থ্রি-হুইলার চলাচলে বাঁধা দিতে পারবে না বাস মালিকরা

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন এলাকায় থ্রি-হুইলার (টেম্পো-সিএনজি ও ইজিবাইক) যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ। রূপাতলী বাস মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়ন নিয়োজিতরা উল্লেখিত এলাকায় থ্রি-হুইলার যানবহনে বাধা কিংবা চালক-শ্রমিকদের মারধর করতে পারবেন না।

বিএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারের উপস্থিতিতে রবিবার রূপাতলী বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং টেম্পো মালিক-শ্রমিক নেতৃবৃন্দের এক সভায় এই নির্দেশনা দেয়া হয়।

বিএমপির আওতাভুক্ত মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে বাস ও থ্রি-হুইলার মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার।

তিনি বলেন, অনুষ্ঠিত সভায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠী জেলা মালিক সমিতি এবং থ্রি-হুইলার মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার প্রধান আলোচ্য বিষয় ছিল বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় থ্রি-হুইলার যানবাহন চলাচলে বাস মালিকদের বাধা দেয়ার অভিযোগ প্রসঙ্গ। উভয়পক্ষ এনিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, মেট্রোর থ্রি-হুইলার জেলার মহাসড়কে এবং জেলার থ্রি-হুইলার মেট্রো এলাকায় প্রবেশ করছে কি-না এ বিষয়টি পুলিশের ট্রাফিক বিভাগ দেখভাল করবে। কোন ব্যক্তি বা সংগঠনের কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির চেক পয়েন্টের নামে থ্রি-হুইলার চালকদের মারধর ও যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে প্রায়ই টেম্পো শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘট। সব শেষ গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় এলাকায় উভয় পক্ষের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাস ভাংচুরের ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official