আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোয়াজ্জেম হোসেন সহ অন্যরা।
