মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় নতুন যানবাহন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে নগরীর পুলিশ লাইনস মাঠে মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে লজিস্টিক সাপোর্ট হিসাবে নতুন ১৩টি যানবাহন হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁন (পিপিএম) বলেন, আমাদের প্রতিটি থানা সাধারন অসহায় সেবা প্রত্যাশি মানুষের আশ্রয় স্থল হয়ে উঠেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (বিএমপি) সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ সহ অন্যরা।