Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশাল ছাত্রলীগে বিয়ের হিড়িক: ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ

বরিশালে ছাত্রলীগের ছাত্রলীগের প্রধান ও আলোচিত নেতাদের মধ্যে শুরু হয়েছে বিয়ের হিড়িক। কেউ ইতোমধ্যে বিয়ে করেছেন, কেউ আছেন শীঘ্রই বিয়ে করার অপেক্ষায়। অন্যদিকে প্রধান পদধারীদের কেউ কেউ দীর্ঘদিন করছেন সংসার।

প্রায় এক দশক ধরে পরিচালিত হওয়া বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের গুঞ্জন ওঠে প্রায়শই। নতুন কমিটিতে প্রধান পদে আসতে পারেন এমন সম্ভাবনাময় কয়েকজন নেতার বিয়ে হয়েছে সম্প্রতি। বিবাহিত কেউ ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবেন না এমন নিয়ম থাকায় প্রশ্ন উঠেছে কারা দেবেন পরবর্তী নেতৃত্ব? তবে বড় দল হিসেবে সংগঠনটির নতুন নেতৃত্ব খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না বলেও জানান বর্তমান ও সাবেক নেতারা।

চলতি মাসে জেলা ছাত্রলীগের দুজন সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত বসেছেন বিয়ের পিঁড়িতে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের তিনজন দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন নতুন কমিটিতে এই দুজনই ছিলেন প্রধান পদের দাবিদার। তারা আরো জানান, ছাত্রলীগের ব্যানারে বিশাল মিছিল নিয়ে দলীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতেন এমন আরো দু’জন ছাত্রনেতা শীঘ্রই বিয়ে করছেন।

এছাড়া কদিন আগে সংগঠনটির সভাপতি ধুমধাম করে সেরেছেন বিয়ের কাজ। আর সাধারণ সম্পাদক বর্তমানে একাধিক সন্তানের পিতা। তাদেরও আগে বিয়ে বিয়ের কাজটি শেষ করেছেন মহানগর ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত। এতদিন যারা ভবিষ্যৎ জেলা ছাত্রলীগের কর্ণধার হিসেবে বিবেচিত হতেন তাদের বিয়ের পরে কারা নতুন নেতৃত্ব দেবেন এমন আলোচনা এখন সর্বত্র।

বিবাহিতরা নতুন কমিটি গঠনের সময় বাদ পড়বেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবেন না। যারা বর্তমানে বিয়ে করছেন তারা দীর্ঘদিন ছাত্রলীগ করেছেন। সামনে তারা যুবলীগ – স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন গুলোর সঙ্গে যুক্ত হবেন’।

তবে এই নেতা আরো জানান, জেলা ছাত্রলীগে অনেক নেতা তৈরি হয়েছেন, যারা খুব বেশি আলোচনায় নেই। তাদের মধ্যে থেকে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠন হবে। এক্ষেত্রে পদপ্রার্থীদের অভাব হবে না বলেও জানান সংগঠনটির বর্তমান সভাপতি।

এদিকে নতুন কমিটি গঠন করতে গিয়ে যোগ্য পদ প্রার্থীর কোন সংকট হবে না বলে মনে করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক বিন ইসলাম। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এশিয়ার অন্যতম বড় ছাত্রসংগঠন।

তাঁর কন্যা বর্তমান আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশব্যাপী ছাত্রলীগের জনপ্রিয়তা অনেক। সেই ধারাবাহিকতায় প্রচুর ছেলে-মেয়ে বরিশাল জেলা ছাত্রলীগে জড়িত’। তাদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বের করতে খুব বেশি সমস্যা হবে না বলেও জানান সংগঠনটির সাবেক এই নেতা।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official