বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’কে শ্বাসকস্টজনিত কারনে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে আবুল হাসানাত আবদুল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষনিক বিস্তারিত জানাতে পারেননি তিনি।
আবুল হাসানত আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বরিশাল-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য। এর আগের সরকারের সময়ে হাসানাত আবদুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।
তার বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
