Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

মানুষের কল্যানে সেনাবাহিনীকে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা মহামারিতে যথাযথ পদক্ষেপ নেওয়ায় দেশে খাদ্য সংকট দেখা দেয়নি। আশঙ্কা করা হচ্ছে আরও একবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে দেখা দিতে পারে। তাই খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে যাতে কোনোভাবেই খাদ্য সংকট দেখা না দেয়। এদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আজ রোববার (১১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্তদের চিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত ২ হাজার ডাক্তার, ৬ হাজার নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি যাতে রোগীরা সুচিকিৎসা পায়। এ সময় বাজেট দেওয়া কঠিন ছিল, তারপরও আমরা দিয়েছি। সবাইকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। সামনে আরও ডাক্তার ও নার্স লাগবে। সেদিকে খেয়াল করে আমাদের মিতব্যয়ী হতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতীয় পতাকা অর্জন যেকোনো ইউনিটের জন্য সম্মান এবং গৌরবের বিষয়। সেনাবাহিনীতে সাড়ে ১১ বছরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সেনাবাহিনী দেশের সম্পদ, মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেনাবাহিনীকে কাজ করতে হবে।’

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official