আরিফুর রহমান আরিফ :
সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নানা কর্মসূচি ঘোষণা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকা কালিন নলছিটির সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরা, বহনকরা এবং বাজারগুলোতে যাতে কেনা-বেচা করতে না পারে সেজন্য মাঠে থাকবে উপজেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে তারা। অভিযানের ১ম দিনে রাতে, অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনা কালে কোন মাছ ধরা ট্রলারকে নদীতে মাছ ধরতে দেখা যায়নি। এমনকি কোন জেলে আটক হয়নি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষা অভিযান চলমান থাকবে। তিনি জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জনসাধারণের সহযোগিতা কামনা করেন। এবং সকলকে আইন মেনে চলতে অনুপ্রাণিত করেন।