পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশে যতো ধরণের ভাতা প্রদান করা হচ্ছে; বিশ্বে অন্যকোন দেশে এত ভাতা দেওয়া হয় কিনা আমার জানা নেই। এর একটাই কারন প্রধানমন্ত্রী সবার কথা চিন্তা করেন। সর্বস্তরের মানুষের সুযোগ সুবিধার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
৫২ তম বিশ্ব সাদাছিড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আজ (২৪ অক্টোবর) শনিবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকলে দেশের উন্নয়ন হবে। তিনি ক্ষমতায় থাকলে সরকারের লক্ষ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়; ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের কাতারে পৌঁছানো সম্ভব।
জাহিদ ফারুক ব্যক্তিগত উদ্যোগে বরিশাল জেলায় ৫০০ প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণের ঘোষণা দিয়ে বলেন, আমার দৃষ্টি প্রতিবন্ধীরা ভাইয়েরা স্মার্ট সাদাছড়ি দিয়ে চলাফেরা করতে পারবে এবং তারা যে কাজ করছে তা নিদ্বির্ধায় করতে পারে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের জমি ভরাট ও ভবন নিমার্ণের জন্য সার্বিক সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় যুব প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আরও ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমূখ।
