বরিশাল মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিদ্যুৎ কর্মকর পিংকুর মারা গেছেন। বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি পিংকুর মরদেহ রাতেই বরিশালে নিয়ে আসা হয় এবং বৃহস্পতিবার সকালে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আ’লীগ নেতা স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এক সময়ের এই ত্যাগী নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জনক বিদ্যুৎ কর্মকর পিংকুর গত শনিবার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করে স্বজনেরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পরীক্ষায় তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়লে কয়েকদিন আইসিইউতে রাখার পরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বুধবার সকালে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার লক্ষে রাজধানীর হাসপাতালে নিয়ে যেতে সড়কপথে রওনা হয় স্বজনেরা।
সূত্রটি জানায়, আওয়ামী লীগ নেতাকে রাজধানী শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে রওনা দিয়ে রাতে বরিশালে পৌছায় স্বজনেরা। বৃহস্পতিবার সকালে ২৫ নম্বর ওয়ার্ডে আ’লীগ পৈত্রিক শ্মশ্মানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
আ’লীগ নেতার মৃত্যুতে সিটি মেয়রের পাশাপাশি শোক প্রকাশ করেছেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারসহ আরও অনেকে।
