25 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

শেবাচিমের ৪র্থ শ্রেণীর কর্মচারীর উপদেষ্টা জালাল তালুকদার এর উপর হামলা।

 

বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক, ৪র্থ শ্রেণীর কর্মচারীর উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন তালুকদার এর উপর হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সার্জারী ওয়ার্ড এর ইন্টার্ন চিকিৎসক ডাঃ আশিক এ হামলা চালায়।

সোমবার বিকাল ৪ ঘটিকায় মোঃ জালাল উদ্দিন তালুকদার ট্রলিতে করে এক মুমূর্ষু রুগীকে নিয়ে সার্জারী ওয়ার্ডে যাওয়ার জন্য লিফটে উঠে।এরপর ডাঃ আশিক এসে রুগীসহ ট্রলি লিফট থেকে নামাতে বলে। মোঃ জালাল উদ্দিন তালুকদার লিফট থেকে নামাতে অস্বীকার জানালে ডাঃ আশিক মোঃ জালাল উদ্দিন তালুকদারকে এলোপাতাড়ি কিলঘুসি দিতে থাকে। এরপর লিফটম্যান সহ অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর মোঃ জালাল উদ্দিন তালুকদার নিজের কর্মস্থল জরুরী বিভাগে যায়। তারপর ডাঃ আশিক জরুরি বিভাগে এসে আবার মোঃ জালাল উদ্দিন তালুকদার এর উপর হামলা চালায়। এরপর মোঃ জালাল উদ্দিন তালুকদার গুরুতর আহত অবস্থায় সার্জারী ইউনিটে ভর্তি হলে সেখানে বসে আবারও হুমকি দেয় এবং বলে মামলা আমি ভয় পাই না, এর আগেও ১০/১২ টা মামলা দেখছি।

এ ব্যাপারে ডাঃ আশিককে জিজ্ঞেস করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি।

শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির সাংবাদিকদের জানান, এ রকম অপ্রীতিকর ঘটনা খুবই লজ্জাজনক। সুষ্ঠ ভাবে তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে এবং সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official