পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক( মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ আছর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কালীরোডস্থ সেরনিয়াবাত বাসভবনে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভিসি অধ্যাপক ছাদেকুল আরেফিন,বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর, বিভিন্ন পৌর মেয়র,উপজেলার চেয়ারম্যান, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
