ই এম রাহাত ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
বরিশাল মহানগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান ( এ.কে) ইনস্টিটিউশন এর এডহক কমিটি ও টিচার্স কাউন্সিলের যৌথ সভায় করোনাকালীন সময় অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনায় মানবিক কারনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর ছাত্রদের ২০২০ সালের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার কারনে স্কুল বন্ধ হওয়ার পর থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত তাদের বিদ্যালয়ের যাবতীয় ফি মওকুফ করা হয়েছে।
একসময়কার এই বিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ছিলেন মরহুম এ্যাডভোকেট আবদুস সোবহান মাসুদ তারই সুযোগ্য পুত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক জনাব হাসান মাহমুদ বাবু বর্তমানে প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি। তিনি দায়িত্ব নেওয়ার পর পরই ছাত্র, শিক্ষকদের কল্যানে নানামুখী পদক্ষেপ নিয়েছেন।
টিউশন ফি মওকুফ প্রসংগে একজন অভিভাবক জনাব আনিস মোস্তফা বলেন এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। কর্তৃপক্ষ সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিয়েছে। আরেক অভিভাবক বলেন ছাত্রদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন পদক্ষেপে আমরা অত্যন্ত খুশি। বাংলাদেশে আর কোন স্কুলে এমনটা করছে কিনা আমাদের জানা নেই। এডহক কমিটির সদস্য জনাব সাইদ মাহমুদ বলেন প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করনীয়, আমরা সবকিছুই করব। আমরা এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছি।
