Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশালে পৃথক প্রতিবাদ বন্ধন, সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ সরকারী শিক্ষক সমিতি।

 

আজ (১৫) ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ থেকে দূপুর ১২টা পর্যন্ত নগরীর সদর রোডে এই কর্মসূচি পালন করে সংগঠন দুটি।

 

মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত প্রতিবাদবন্ধন ও সমাবেশে অংশ নেয় সেক্টরস কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে এসময় মুক্তিযোদ্ধারা বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শের প্রতীক।

 

তার রাজনীতির ত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীন। আজ বাংলাদেশ পরাজীত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য মুছে ফলতে চায়। স্বাধীনতা যুদ্ধের সময় এই মৌলবাদী গোষ্ঠি পাকিস্তানের পক্ষে ফতোয়া দিয়েছিল।

 

আমরা বাংলাদেশের মুক্তিকামী মানুষ নিয়ে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করবো ও প্রতিহত করবো। আমরা তাদের ক্ষমা করবোনা।

 

এসময় আরো বক্তব্য রাখেন মেজবা উদ্দিন শাহিন খান,সৈয়দ আনিসুর রহমান, প্রদিপ কুমার ঘোষ পুতুল,আনসার আলী,সাজাহান হাওলাদার ও এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ।

 

অপরদিকে একই প্রতিবাদে সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন সমাবেশে স্বগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official