স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম:
বরিশাল এর প্রানকেন্দ্রে
নবগ্রাম রোড, ফরেস্টার পুল সংলগ্ন ডাঃ আরিফুর রহমান কমার্স কলেজ ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এতকাল যাবত সুনামের সাথে চলে আসছিল
কিন্তু কোন প্রকার অফিসিয়াল নথি, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সঙ্গে পরামর্শ ব্যাতিরেকে ১৭/১২/২০ ইং তারিখ রোজ বৃহস্পতিবার অত্র কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমিন ২০-২১ সেশনের কিছু ছাত্রদের ডেকে তাদের ভর্তি অন্যত্র হবার জন্য উৎসাহ দিলে এতে তারা নারাজি হন এবং অত্র খবর সকলের মধ্যে ছড়িয়ে যায় ও বিভ্রান্তি সৃষ্টি করে
কলেজের অভিভাবক ও ছাত্র মহল এর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করে। অথচ কলেজ এর ২০১৮-১৯,২০১৯-২০ ও২০২০-২১ মোট তিনটি সেশন চলমান।
কলেজ কতৃপক্ষের কলেজ বন্ধ করার ইখতিয়ার থাকলেও এই তিনটি সেশনের চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত কলেজ বন্ধ করা অত্র কলেজ এর ছাত্র/ছাত্রীদের জন্য এক হুমকি স্বরুপ।
যার ধারাবাহিকতায় ১৯/১২/২০২০ ইং তারিখ রোজ শনিবার বেলা ১১ঃ০০ মিনিট এ ২০১৯-২০ সেশনের ছাত্র ছাত্রীদের নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়
উক্ত মানববন্ধনে ছাত্র ছাত্রীদের দাবি দ্রুত কলেজ বন্ধের চক্রান্তকারীদের বিরুদ্ধে বিচার ও কলেজ খুলে ছাত্রদের ভর্তি ও যাদের এখনও পরিক্ষানেয়া হয়নি তাদের পরিক্ষা গ্রহণ ও ২য় বর্ষে উত্তীর্ণ হবার দাবি জানান
মানববন্ধন করেছেন কলেজের ছাত্র-ছাত্রীরা । তারা বলে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি করা চলবে না, হঠাৎ করে কলেজ বন্ধ করা চলবে না,
প্রায় দেড় ঘন্টা ব্যাপি মানববন্ধনে সড়ক অবরোধ হয়ে যায় সৃস্টি হয় যানজট বিপাকে পড়েন সাধারণ জনগন
এক পর্যায়ে পরিস্থিতি প্রকট আকার ধারণ করলে অত্র কলেজ এর সমাজকর্ম প্রভাষক মোঃ মেহেদী হাসান (লাভু) কলেজ এর প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলে ছাত্র ছাত্রীদের কাছে ২ দিন সময় চেয়ে সুষ্ঠ সমাধান এর আস্বস্ত করেন
পরে তার কথার উপর ভিত্তি করে ছাত্র ছাত্রীরা তাদের মানববন্ধন শেষ করেন
এরমধ্যে পরিস্থিতি ঘোলাটে এ খবর শুনে বরিশাল মেট্রোপলিটন এর এস আই মেহেদী হাসান এর নেতৃত্বে এক পুলিশ টিম ঘটনা স্থলে চলে আসেন ও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আনেন
এরপর অত্র কলেজ এর প্রতিষ্ঠিতা পরিচালক ডাঃ আরিফুর রহমান এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি তার আর্থিক বার্ধক্য জনিত কারণে কলেজ বন্ধ করার কতা বলেন।
কলেজ এর দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ সাইফুল ইসলাম এর সঙ্গে কথা বলে জানা যায়
কলেজ বন্ধের সিদ্ধান্ত অমানবিক ও অনযুক্তিক
আমাদের জীবন নিয়ে ছিনিমিনি করা চলবে না, হঠাৎ করে কলেজ বন্ধ করা চলবে না,
ছাত্র ছাত্রীরা কলেজ এর প্রতিষ্ঠিতার কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নাকোচ করে চলে আসে এবং কলেজ যাতে বন্ধ না হয় সে বিষয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
