নিজস্ব প্রতিবেদক।।
রাজাপুরে উপজেলায় নুরুল ইসলাম সুমন নামে সাংবাদিক কে প্রান নাশের সহ নানা ধরনের হুমকি দেয়ায় তিনি রাজাপুর থানায় একটি জিডি করেছেন।
সূত্রে জানা যায়, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের মৃত মোঃ আতাহার আলি হাওলাদারের ছেলে নুরুল ইসলাম সুমন কে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ ডিসেম্বর ডিসেম্বর দুপুর ০১ঃ৫৫ মিনিটের দিকে মোবাইল ফোনে ফোন দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করন এবং জীবন নাশের হুমকি দিয়েছেন তারই নিকটাত্মীয় একই উপজেলায় পশ্চিম ফুলহার গ্ৰামের বাসিন্দা মোঃ আলমগীর। পরবর্তীতে নুরুল ইসলাম সুমন অভিযুক্ত মোঃ আলমগীর ও তার সহযোগী মোঃমাহাবুব, মোঃ ইউনুস, মোসা: নিলুফা কে বিবাদী করে গত ২৩ ডিসেম্বর রাজাপুর থানায় নিজের জীবন নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেন। যাহার নম্বর ১০১৮ ।
এবিষয়ে নুরুল ইসলাম সুমন জানান, আমি বরিশালের দৈনিক আজকের সুন্দরবন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছি, গ্ৰামের বাড়িতে তেমন একটা আসা হয়না কিন্তু কয়েকদিন আগে গ্ৰামের বাড়িতে আসার পরে পূর্ব শত্রুতার জেরে আলমগীর আমাকে মুঠোফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং জীবন নাশের হুমকি দিয়েছেন তাই আমি আলমগীর সহ তার আরো তিনজন সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহনের জন্য থানায় সাধারণ ডায়েরী করেছি।
