Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

মালি পদে নিয়োগ পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

দুর্নীতি মামলায় হাজতবাসকারী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামাল মালি হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৭ বছর কারাদন্ডাদেশ দেন এবং ১০ নভেম্বর থেকে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেন কারা কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে সাবেক মেয়র কামালকে একটি সেলে তাকে রাখা হয়েছে।

 

সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ ৫ জনকে ৪৫ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত।

 

একই সাথে আদালতে সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়। ওই দিনই আসামিদের বিশেষ ব্যবস্থায় কারাগারে নেয়া হয়।

 

আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন জানান, সাবেক মেয়র হিসেবে তার বাবাকে কারাগারে ডিভিশন (মর্যাদা) দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদীদের মতো রাখা হয়েছে।

তিনি আরো জানান, বিশেষ জজ আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে তার বাবার বিরুদ্ধে করা ১ কোটি টাকার জরিমানা স্থগিত করেছেন। এখন জমিনের জন্য শুনানি অপেক্ষমাণ রয়েছে বলে জানান তিনি।

 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, সশ্রম কারাদন্ডের অর্থ হলো কারাভ্যন্তরে কর্তৃপক্ষ বন্দিদের দিয়ে কারাগার ব্যবস্থাপনার কাজ করাবেন। কাজের বিনিময়ে সাজা রেয়াত পাওয়া যায়। দুর্নীতি মামলায় দন্ডিত সাবেক মেয়র আহসান হাবিব কামাল (৬৫) শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে রিং-পড়ানো।

 

তার হার্টে সমস্যা আছে। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি এবং পায়ে সমস্যায় ভুগছেন। শারীরিক সক্ষমতাসহ নানা দিক বিবেচনায় তাকে গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত করা হয়েছে। ফুল বাগানে কাজ করে তিনি মনেও প্রশান্তি পাচ্ছেন।

 

 

এদিকে একই মামলায় ৭ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত বিসিসির বরখাস্তকৃত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে কারা হাসপাতালের একটি ওয়ার্ডের রাইটার (দেখভালকারী) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official